লাকী॥ বিভিন্ন পত্রিকায় এবং নিউজ পোর্টালে যে গুজবটি ভুমিষ্ট হয়েছিল সেটিই আসলেই গুজব। আর এই গুজব গজব হিসেবে নাযিল হয়েছে মিডিয়ার উপর। বিশেষ করে প্রধান মন্ত্রীর কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তীর জারির পর।আমরা আশা করছি এই ধরনের দুঃখজনক ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটুক। জাতিয় ইস্যু নিয়ে এমনকি সম্মানীত ব্যক্তিবর্গেও ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে আর কোন বেফাস ও মুখরোচক সংবাদ পরিবেশিত না হউক। মিডিয়া কে আরো তথ্যনির্ভর হওয়ার অনুরোধ করছি।