আমার যাদুমণি “মা”

আমার যাদুমণি “মা”
শেখ মো. কামাল উদ্দিন

আযান হলো নামাযে যাও
অযু গোসল করে
সে কথাটি কে আমারে
বলবে উঁচু স্বরে।
চেহারা আজ শুকনো তোমার
খাইলে কি দুপুরে?
এখনোও কি খাওনি কিছু
বসো জলদি করে।
তোমার মধুমাখা আওয়াজখানি
ভুলবো কেমন করে
তোমার কথা মনে করে
আমার পরাণ পুড়ে।
লালন পালন করেছিলে
কত আদর করে
একলা তুমি চলে গেলে
আমায় ফেলে ঘরে।
তোমার অভাব হয়না পূরণ
তাকাই ফিরে ফিরে
তোমার কবর দেখি সদা
ঐ নদীটার তীরে।

Leave a Reply

Your email address will not be published.