আমাদের সৈয়দাবাদ গ্রামের, কলেজ পাড়া নীবাসি তালপট্টির দোকানদার মোঃ খোকন মিয়া, (খোকন ভাই), গত ০৫/১১/২০১৭ সন্ধা ০৫:৪০ মিনিটে আমাদের সকল কে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন।।। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।। আমরা তার রুখের মাগফেরাত কামনা করছি এবং তার পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেধনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা তার পরিবারের সকল কে শোক সইবার তৌফিক দান করুন। খোকন ভাই একজন ভাল মানুষ এবং সরলমনা খাস্যোজ্জø প্রকৃতির ভালবাসা প্রবন ব্যক্তি ছিলেন। তার ভালবাসা আর পাব না কিন্তু সব সময় তার শিক্ষা এবং আদর্শকে ধারন করতে পারব। খোকন ভাই আমাদের মাঝে থাকবে এবং আমরা তার সরলতাকে চর্চায় এগিয়ে নিয়ে যাব। আল্লাহ আমাদের সবইকে তৌফিক দান করুন; আমিন।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post