কসবার বিবেক ও অহংকার এবং উন্নয়নের রূপকার

তাজুল ইসলাম নয়ন॥ মাননীয় মন্ত্রী জনাব.এড.আনিসুল হক সাহেব, নেতৃত্ব দিচ্ছে-উন্নয়ন হচ্ছে,  নেতৃত্ব দিবেই, উন্নয়ন হবেই। আর এই উন্নয়নকে অব্যহত রাখার জন্য, আপনারা জনগন ২০১৯ সালে নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে, এড.আনিসুল হক সাহেব কে আবারও জয় যুক্ত করুন। জয় বাংলা জয় বঙ্গ বন্ধু…..জয় হোক এড.আনিসুল হক সাহেবের।

deeloper anisul hq l minister
নির্বাচন আরো অনেক দুরে কিন্তু নির্বাচনী প্রচার ও প্রচারনায় ব্যস্ত এখন কর্মী ও সমর্থক গোষ্ঠী। উপরোল্লেখিত অহবান সম্বলিত লিখা নজরে পড়ে কসবা আখাউড়া নির্বাচনী এলাকার সবত্রই। মানুষের মুখেও চায়ের ষ্টলের গল্প এখন একটিই আনিছুল হক এর নির্বাচনে বিজয়।
পত্র পত্রিকা ও স্যোস্যাল মিডিয়াই এই একই রব ঘুরে ফিরে আসছে। আর নির্বাচনে বিজয়ের সুনিশ্চত দিক পরিলক্ষিত হচ্ছে। তবে মাঝে ভিলেনের আভির্ভাবও হচ্ছে। কিন্তু ঐ সকল বিলেন বাস্তবে নেই এবং বাস্তবে প্রত্যক্ষ হওয়ার সুযোগ ও সাহন কোনটিই রাখেনা। তাদেরকে চিহ্নিত করে দল এবং এলাকা ছাড়া করতে হবে। নতুবা দলের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
যারা আওয়ামী ঘরানার তাদেরকে ভাল কাউন্সিলিং এর ব্যবস্থা করে সুস্থ্য ধারায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। আশা করি এই বিষয়টির প্রতিও সজাগ দৃষ্টি রেখে নির্বাচনি কাজে সামনের দিকে এগিয়ে যাবেন।
জয় হউক হক সাহেবের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published.