ভজন শংকর আচার্য্য, কসবা (ব্র্াহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল শুক্রবার (১০ নভেম্বর) সকালে কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো.কবির আহাম্মদ খান এর দায়িত্ব গ্রহন উপলক্ষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দোয়া ও মিলাদের আয়োজন করেন। এতে গ্রামের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
নবনির্বাতি চেয়ারম্যান আলহাজ্ব মো.কবির আহাম্মদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী। বিশেষ অতিথি ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, আবু আবদুল্লাহ ভূইয়া স্পেশাল পি.পি দ্রুত বিচার ট্রাইবুনাল, মো.মনিরুজ্জামান, সভাপতি খাড়েরা ইউপি আওয়ামী লীগ, মো.সেলিম মিয়া সাধারন সম্পাদক খাড়েরা ইউপি আওয়ামী লীগ, মো,আবু ্ইউসুফ সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইউপি আওয়ামী লীগ। এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এলাকার সুধীজনদের উদ্দেশ্যে নবনির্বাচিত খাড়েরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.কবির আহাম্মদ খান বলেন, আমি আমার ইউনিয়নের জনগনের সেবা করতে এসেছি, আমি আপনাদের সাথে নিয়ে সরকারের ভিশন বাস্তবায়নে কাজ করতে চাই, মুুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে চাই, আমার ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের নিকট সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।