কসবা(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ॥ কসবায় জেলা পুলিশ আয়োজিত হিফজুল কোরআন তেলাওয়াত, হামদ-নাত প্রতিযোগিতা কসবা থানা মিলনায়তনে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী তিন বিভাগে প্রতিযোগিতার শেষে সমাপনী অনুষ্ঠানে অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি পুলিশিং সভাপতি মো.শফিকুল ইসলাম, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, মুফতী আবদুর রহিম কাসেমী, মুফতী আবদুল হক, মাওলানা মোহাম্মদ আলী। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ হামিদুল হক, হাফেজ এমদাদুল হক ও হাফেজ মোহাম্মদ আবু হানিফ।
তেলাওয়াত প্রতিযোগিতায় কÑবিভাগে (১-১০পারা) ১ম স্থান মো.আমির হামজা, ২য় স্থান মো.সাইফ আহাম্মদ সরকার, ৩য় স্থান করেন মো.ইব্রাহীম। খ-বিভাগে (১-২০পারা) ১ম স্থান মো.জোনাইদ আহমদ ভূইয়া, ২য় স্থান মো. সাইফুল ইসলাম ও ৩য় স্থান করেন মো. গোলাম সামদানী। গ-বিভাগে (৩০পারা) ১ম স্থান মো. তরিকুল বারী আজিম, ২য় স্থান মো.সাদ্দাম হোসেন ও ৩য় স্থান করেন মো.হুসাইন আহমদ। পরে অতিথিগন বিজয়ী ছাত্রদের পুরস্কৃত করেন।