রাইসলাম॥ সংবিধানে ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে বৈঠক করছেন আইনমন্ত্রী আনিসুল হক।
গত শনিবার বেলা সাড়ে ১১টা থেকে সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা রেজাউল করীম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ছাড়াও রিভিউ সংক্রান্ত প্রস্তুুতি কমিটির ১০ সদস্য অংশ নিয়েছেন। তারা হলেন-অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, মমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, একরামুল হক টুটুল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, মাসুদ হাসান চৌধুরী, খন্দকার দিলিরুজ্জামান, অমিত তালুকদার এবং সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।
বৈঠকে রিভিউয়ের বিষয়ে বিভিন্ন আইনগত দিক নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। আইন অনুযায়ী, আপিল বিভাগের রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার এক মাসের মধ্যে রিভিউ করতে হয়। গত ১১ অক্টোবর ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে অনুলিপি পেয়েছে রাষ্ট্রপক্ষ।
এরপর রিভিউ আবেদনের জন্য অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলমের নেতৃত্বে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়।