নয়ন॥ “সন্ত্রাসী যে ই হউক তাকে শাস্তি পেতেই হবে” এই বাক্যে ই আওয়ামীলীগ তথা আমরা সাধারন জনতা বিশ্বাস করি। একজন জন নেএী কে হত্যা করার পরিকল্পক কেন এখনো গ্রেফতার হলোনা!!! আমরা মর্মাহত। তীব্র প্রতিবাদ ও ঘৃনা ঐ সন্ত্রাসী দের প্রতি। প্রধানমন্ত্রীর দেয়া দায়িত্ব পালনে যদি এমন হয়, তাহলে সাধারণ জনগণ কিভাবে নিরাপদ ও নিরাপত্তায় পথ চলবে। একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক নেতার মেয়ের উপর এই আক্রমন মেনে নেয়া হবে না এবং জনতার রোষানলেই এর জবাব নিহীত।
সন্ত্রাসীদের কোন দল নেই। সুতরাং সন্ত্রাসী সন্ত্রাসীই। আর যদি দলীয় পরিচয়ে সন্ত্রাসী হয়ে থাকে তাহলে এই নব্য আওয়ামী লীগের শত্রুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে আগামী দিনে কেউ দলের এমনকি দলের কর্মী ও সমর্থকদের পর্যন্ত চোখ তুলে তাকিয়ে কথা বলতে সাহস না পায়।