তাইসলাম॥ ১৯৭২ সালের এইদিনে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দিনটি বাঙ্গালীর কাছে অভীস্মরনীয় হয়ে থাকবে। বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে বাঙ্গালী দেশ স্বাধীন করেছিল এবং ছিনিয়ে এসেছিল বঙ্গবন্ধুকেও। আর সেই ছিনিয়ে আনা সার্থক ও সফল হয়েছিল ১৯৭২ সালের ৮ই জানুয়ারী। এই মুক্তির পিছনে যে বা যারা রেখেছিল মুখ্য ভুমিকা তাদের সাধুবাদ জানাই। তাদের মধ্যে অন্যতম ছিলেন ইন্দিরা গান্ধি। আমরা সেই ঋণ শোধ করার নয় বরং স্মরণের রেখে ভালবাসার বন্ধনে আবদ্ধ থেকে বন্ধুর মত সুখে ও দুখে পাশে থেকে এগিয়ে যাওয়ার নিরন্তর কামনা ব্যক্ত করি।