একগুচ্ছ উপহার নিয়ে প্রধানমন্ত্রী আজ খুলনায় যাচ্ছেন

তাজুল ইসলাম নয়ন॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার খুলনা সফরে যাচ্ছেন। পাঁচ বছর পর খুলনায় কোনো জনসভায় ভাষণ দেবেন তিনি। তাঁকে স্বাগত জানাতে এ অঞ্চলের সড়ক মহাসড়কে নির্মাণ করা হয়েছে হাজারো বাহিারি তোরণ। আলোকসজ্জায় সাজানো হয়েছে নগরের অনেক স্থান টানানো হয়েছে ব্যানার ও ফ্যাস্টুন। hasind in now khulna
বাসস জানায়, ইনষ্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) ৫৮তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় খুলনার খালিশপুর কেন্দ্রে আইইবির চার দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করবেন তিনি। পরে বিকেল তিনটায় খুলনা সার্কিট হাউস ময়দানে মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
জেলা প্রশাসন সুত্র বলেছে, খুলনায় ৪৭টি উন্নয় প্রকল্প উদ্বোধন ও ৫২টি প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এই একগুচ্ছ উপহার নিয়ে দীর্ঘ পাঁচ বছর পর এই যাওয়া খুলনা বাসীর জন্য বিরাট পাওয়া। তিনি আজই বিকেলে ঢাকায় ফিরবেন।

Leave a Reply

Your email address will not be published.