ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্্রাহ্মণবাড়িয়ার কসবায় গত ২৬ ফেব্রুয়ারি রাতে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে দুলাল মিয়া (৩৫) নামক এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার পৌর এলাকার চড়নাল গ্রামে। নিহত দুলাল চড়নাল গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে পৌর এলাকার বিশারবাড়ী নামক স্থানে দুলাল মোটর সাইকেল যোগে শহরের দিকে ফিরছিলো। বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত লাগলে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।