ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ “মেলাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যত” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিন ব্যাপী ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন: উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.কবির হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জাফর আহমেদ।
এ সময় শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ টি স্টল স্থান পেয়েছে।