খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তামিলের নির্দেশ

টিআইএন॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তামিলের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জয়নব বেগম এ আদেশ দেন।
খালেদা জিয়া ছাড়াও আরও ৪৭জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তামিলের নির্দেশ দেয়া হয়েছে। আগামী ২৪ এপ্রিলের মধ্যে এ গ্রেফতারি পরোয়ানা তামিলের নির্দেশ দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার আদালত পরিদর্শক সুব্রত ব্যানার্জী। court order to continuing her jail
আদালতের সূত্র জানায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।
গত রোববার আদালতে ২১জন উপস্থিত ছিলেন। অনুপস্থিত থাকায় খালেদা জিয়াসহ অপর ৪৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তামিলের নির্দেশ দেয়া হয়। এ মামলার পরবর্তী তারিখ ২৪ এপ্রিল রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.