ভজন শংকর আচার্য,কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রাউৎহাট গ্রামের ক্ষতিগ্রস্থ জহরলাল ঋষির পরিবারকে জেলা প্রশাসকের কার্যালয়ের দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের পক্ষ থেকে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা দেয়া হয়। গতকাল (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিনাউটি ইউনিয়ন পরিষদে জেলা প্রশাসক কার্যালয়ের পক্ষে তাদের হাতে এ অনুদান তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী ও ইউপি চেয়ারম্যান এডভোকেট ইকবাল হোসেন। এ সময় ইউপি সদস্যগন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া গত শনিবার বিকেলে ক্ষতিগ্রস্থ পরিবারকে দেখতে আসেন চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান বিপিএম,পিপিএম (বার) । তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দেয়ার আশ্বাস দেন। এ সময় তিনি এবং ব্রাহ্মনবাড়িয়া পুলিশ সুপার ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আইনমন্ত্রীর পক্ষ থেকে ৫০ হাজার তুলে দেন ক্ষতিগ্রস্থ পরিবারকে। স্থানীয় কালীমন্দিরে হরিজন (ঋষি) সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেন। জহরলাল ঋষি এবং তাদের সম্প্রদায়ের নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান সরকারীভাবে সকল প্রকার সহায়তা আমরা পাচিছ। পুলিশ এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দের সহায়তা বিয়ে এবং বৌভাত অনুষ্ঠান সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য গত শুক্রবার বিকেলে ঋষি সম্প্রদায়ের একটি বিয়ে অনুষ্ঠানে ইভটিজিংকে কেন্দ্র করে হামলা চালায় স্থানীয় কতিপয় বখাটে। এ ব্যাপারে কসবা থানায় মামলা করেন ক্ষতিগ্রস্থ জহরলাল ঋষি। এ ঘটনায় পুলিশ ওই দিনই ৩ জনকে করে গ্রেফতার করেছে।