প্রধানমন্ত্রীর কাছে রওশন এরশাদের এ কেমন অনুরোধ

আবদুল আখের॥ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আমাদের বিরোধী দল হতে দেন, নয়তো সবাইকে মন্ত্রী বানিয়ে দেন।’
গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে রওশন এরশাদ এ কথা বলেন। রওশন বলেন, ‘আপনি কি বলতে পারেন সংসদে বিরোধী দল আছে? আমরা বলতে পারি না। সেজন্য কোথাও ইন্টারভিউ দেই না।’ এসময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা অধিবেশন কক্ষেই উপস্থিত ছিলেন। raushon asked pm favour
সংসদে জাতীয় পার্টি বিরোধী দল নাকি সরকারি দল এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে রওশন এরশাদ বলেছেন, ‘প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলাম মন্ত্রিসভা থেকে আমাদের পার্টির সদস্যদের প্রত্যাহার করুন। আমাদেরকে বিরোধী দলের মতো বিরোধীতা করতে দেন। কিন্তু সেটা হয়নি। সেজন্য বিরোধী দল হতে পারি নাই। এভাবে টানাটানি করে বিরোধী দল হওয়া যায় না। হয় আমাদের বিরোধীদল হতে দেন নয় তো সবাইকে মন্ত্রী বানিয়ে দেন।’
সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, ‘হ্যাঁ, আপনি বলেন বিরোধী দলের দরকার নেই। আমাদের সবাইকে মন্ত্রী বানাইয়া দেন। আমরা বাইরে গেলে নানা কথা হয়। বলে আপনারা কোথায় আছেন সরকারে, না বিরোধী দলে। আমরা বলতে পারি না। কাজেই এটা যদি করতেন তাহলে জাতীয় পার্টি বেঁচে যেত। জাতীয় পার্টি আজ সম্মানের সঙ্গে থাকতে পারতো।’
রওশন বলেন, ‘আরও এক বছর আছে, দেখেন সেটা। আপনি নির্দেশ দিলে মানবে না কে? আপনি তো দিলেন না? রওশন আরও বলেন, ‘আমরা কোথাও কথা বলতে পারি না। সাংবাদিকরা ধরলেই বলেন আপনারা কোথায় আছেন। কোথাও কথা বলতে পারি না। লজ্জা লাগে। আমরা সরকারি দল না বিরোধী দল?

Leave a Reply

Your email address will not be published.