মওদুদ একটা কথা বলেন আর বিএনপির ১০ লাখ ভোট কমে

টিআইএন॥ মাননীয় আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক সাহেব বলেছেন, মওদুদ সাহেব (মওদুদ আহমদ) নাকি বলেছেন- খালেদা জিয়া একদিন জেলে থাকলে বিএনপির ১০ লাখ ভোট বাড়বে। আপনি (মওদুদ) বিদেশির জমি জালিয়াতি করে দখল করেছিলেন। পরে সরকার তা নিয়ে নিয়েছে। আপনার জালিয়াতি কথাবার্তা বাংলার মানুষ বিশ্বাস করে না। প্রত্যেকদিন আপনি একটা কথা বলেন আর আপনাদের (বিএনপি) ১০ লাখ ভোট কমে। anisul hq tels about maudud
গত শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার-রাণীখার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়ার জেলে থাকার বিষয়টি বিএনপির জন্য প্লাস পয়েন্ট, আর আওয়ামী লীগের জন্য মাইনাস পয়েন্ট। খালেদা জিয়া এক দিন জেলে থাকলে বিএনপির ১০ লাখ করে ভোট বাড়ছে।
আগামী নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ২০১৮ সালের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা করবে স্বাধীন নির্বাচন কমিশন। কাউকে ঘর থেকে ডেকে এনে আমরা নির্বাচন করাব না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কারও অন্যায় দাবি মানা হবে না। সংবিধানও পরিবর্তন করা হবে না।
ধরখার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, কসবা পৌরসভার মেয়ার এমরান উদ্দিন জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.