নিজস্ব সংবাদদাতা॥ নিজস্ব সংবাদদাতা॥ ইচ্ছা থাকলে উপায় হয় এই কথাটি বাস্তবে আবারো প্রমান করলো বাক ও দৃষ্টি প্রতিবন্ধী কৃতীত্বের অধিকারীরা।
সদ্য এইচএসসি পরিক্ষার ফলাফল বিশ্লেশনে বের হয়ে আসে এই নিগুর তথ্যটি।
এইচ এস সি পরীক্ষায় দৃষ্টি ও বাক প্রতিবন্ধী ছাত্রছাত্রী দের কৃতিত্ব। চট্টগ্রাম সরকারী বাক-শ্রবন ও দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের ৯ জন প্রাক্তন ছাত্রছাত্রী ( 6 Blind & 3 Deaf) এবার এইচ এস সি পরীক্ষায় অবতীর্ণ হয়। তন্মধ্যে ৬ জন ( 5 Blind & 1 Deaf) কৃতিত্বের স্বাক্ষর রেখে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
এদের মধ্যে রাফসানুল হক রাফসান বাণিজ্য বিভাগ থেকে G.P.A 2.42 পেয়ে উত্তীর্ণ হয়েছে। বাকীরা সবাই দৃষ্টিপ্রতিবন্ধী — মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে। এদের নাম ও প্রাপ্ত জিপিএ নিম্নরুপঃ
১। তুলি দত্ত– ৩.৬৭ ( Govt. City College)
২। রোকসানা আক্তার– ৩. ৬৫ ( Chittagong College)
৩। হিমেল কান্তি দে– ৩.৫৮ ( Hazera-Taju Degree College)
৪। রিমা আক্তার– ৩.১৭ ( Barrister Sultan Ahmed College)
৫। মোরশেদা আক্তার মৌসুমী– ২.৯২ ( Govt. City College)
৬। রাফসানুল হক রাফসান — ২.৪২ ( Govt. City College)
এরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী অর্জন করে স্বাবলম্বী হতে চায়। এদের আজকের এই কৃতিত্বের মূলে রয়েছে তাদের পিতামাতা, শিক্ষকমন্ডলী ও শ্রুতিলেখক। তারা আপনাদের কাছে দোয়াপ্রার্থী।