প্রশান্তি ডেক্স॥ সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে নোয়াখালীর স্বর্ণদ্বীপ দ্বিতীয় সিঙ্গাপুর হতে পারে বলে উল্লেখ করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, এ দ্বীপ শুধু সামরিক স্থাপনা নয় এ অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থা পরিবর্তনের বড় ভূমিকা রাখবে। গত শনিবার দুপুরে স্বর্ণদ্বীপ পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সেখানে ৩১ শয্যার একটি হাসপাতালের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বলেন, আমি দেখে খুবই অভিভূত। এখানে দেখলাম সকল ধরনের সবজি থেকে শুরু করে ধানও হচ্ছে। এটা যদি সরকার বা সেনাবাহিনীর অধীনে থাকে তবে তারা যেকোনো পরিকল্পনা অনুযায়ী গড়ে তুলতে পারবেন। পরিকল্পিত পদক্ষেপ নিলে এই দ্বীপ জাতীয় অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখবে। আয়তনের দিক থেকে এটা প্রায় সিঙ্গাপুরের সমান। সুন্দরভাবে সাজাতে পারলে ভবিষ্যতে এটা বাংলাদেশের জন্য আরেক সিঙ্গাপুর হয়ে যেতে পারে। এর আগে দুপুরে হেলিকপ্টারে করে স্বর্ণদ্বীপ অবতরণ করেন রাষ্ট্রপতি। এরপর তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণাধীন ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ২০১৯ সালের মাঝামাঝি সময়ে হাসপাতালটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। এরপর তিনি ৩৩ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে স্বর্ণদ্বীপে ম্যানুভার প্রশিক্ষণ এলাকার পরিকল্পিত ব্যবহার দেখে প্রশংসা করেন এবং স্বর্ণদ্বীপের প্রশিক্ষণ সুবিধা সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিকল্পিত বনায়ন, উন্নত প্রজাতির নারিকেল বাগান, মিলিটারি ফার্ম পরিদর্শন করেন তিনি।