ফরিদ, কক্সবাজার প্রতিনিধি॥ কক্সবাজারে ইয়াবার গডফাদারদের উদ্দেশে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, ইয়াবা ব্যবসা করে যারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন তাদের প্রতিটি আঙ্গুল খুলে নেয়া হবে।
তিনি আজ কক্সবাজারের মহেশখালীতে জলদস্যু আত্মসমর্পণ অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন। মহেশখালীর তালিকাভুক্ত ৪৩ জন জলদস্যু ৯৪টি আগ্নেয়াস্ত্র নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে আত্মসমর্পণ করেন।
র্যাবের ডিজি বেনজীর আহমদ ছাড়াও সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক, সাইমুম সরওয়ার কমল, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।