প্রশান্তি ডেক্স॥ যারা আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সমাবর্তনের ভাষন নিয়ে ট্রল করছেন তাদের জন্যঃ ২৬ বছর বয়সে আমরা যখন চাকরির বই পড়তে পড়তে মুখে ফেনা তুলে ফেলি। আবদুল হামিদ সাহেব সেই ২৬ বছর বয়সে বঙ্গবন্ধুর সামনে দাড়িয়ে বলেন ” আমি ইলেকশনে প্রার্থী হমু। নমিনেশন দ্যান। “এবং ১৯৭০ সালে পাকিস্তান পার্লামেন্টে সর্বকনিষ্ঠ প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।
২৬ বছরের শিক্ষিত ছেলে-মেয়েদের মাইক হাতে ধরলে হাটু কাপা শুরু করবে আর আবদুল হামিদ সাহেব সেই বয়সে পার্লামেন্টে দাড়িয়ে ভাষণ দিয়েছিলেন। আবদুল হামিদ সাহেব দেশের দুর্যোগের মুহুর্তে আপনার মতন ফেইসবুকে আন্দোলন করেননি,তিনি ৬৯ এর গণ অভ্যুত্থানে অংশ নেন। ১৭ মার্চ তিনি কিশোরগঞ্জে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলিত করেন। যুদ্ধ শুরু হলে তিনি মুক্তিযুদ্ধের ব্যয় নির্বাহের জন্য ১১ কোটি টাকা সংগ্রহ করে ফান্ডে জমা দেন। তিনি একজন সাব সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করেন। আবদুল হামিদ সাহেব একটি আসন থেকে ৭ বার নির্বাচিত সংসদ সদস্য। এই আঞ্চলিক টোনে কথা বলা মানুষটাই নিজ উদ্যোগে ৭৫ টি প্রাইমারি স্কুল ,২৪ টি হাইস্কুল এবং ৩ টি কলেজ প্রতিষ্ঠা করেছেন। আপনারা কি করেছেন দেশের জন্য? ও করছেন তো! সব বিষয়ে বাম হাত ঢোকানো আর কোন ঘটনা ঘটলে তা নিয়ে করা।