ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ রাজনীতিবিদদের নিয়ে ঐক্য করেন তাহাতে আপত্তিনেই। যে ঐক্য নীতিহীন, যে ঐক্য স্বাধীনতা বিরোধী ও দেশবিরোধী সেই ঐক্যে এ দেশের সাধারণ জনগন যাবে না এবং মেনেনেবে না। বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে। তাই আমাদের দায়িত্ব গণতন্ত্র ধরে রাখা। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ভোট দিবেন সাধারণ মানুষ।
গত শুক্রবার দুপুরে কসবা পৌর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠন করা ঐক্যের সমালোচনা করে আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, শিক্ষকরা বাংলাদেশের বিবেকবান নাগরিক হিসেবে ভালকে গ্রহণ করবেন এবং নৌকায় ভোট দিবেন। মন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ আপনাদের দেশ, দেশকে ভাল করারদায়িত্ব আপনাদের। কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবু ইউসুফ ভূইয়ার সভাপতিত্বে সমিতির উদ্যোগে আইনমন্ত্রী আনিসুল হককে সংবর্ধনা দেয়া হয়েছে। এতে বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আনিছুল হক ভূইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম। কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক রাশেদুল কাওছার ভূইয়া, এম.জি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া, পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল।
বক্তব্য রাখেন, কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন, কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ সরকার, প্রধান শিক্ষক আবু আক্কাছ মিয়া, সহকারী শিক্ষক লায়লা আক্তার প্রমুখ। এ সময় মন্ত্রী কসবা উপজেলা শিক্ষক সমিতির কল্যাণ তহবিলে ২৫ লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা করেন।