লোকমান॥ ২০ অক্টোবর ২০১৮ রোজ শনিবার জাতীয় পার্টির মহাসমাবেশের ভাষণ এর চুম্বক অংশটুকু তলে ধরছি।
১. নির্বাচনের প্রাক্কালে এই মহাসমাবেশ
২. ২৭ বছর ক্ষমতায় নেই- তারপরও মানুষ মনে রেখেছে
৩. ১৯৮২ সালের ২৪ মার্চ কোন প্রেক্ষাপটে ক্ষমতা গ্রহণ
৪. ১৯৮৪ সালে নির্বাচন দিয়েছিলাম- তখন আমার দল ছিলোনা
৫. ৯ বছরে যা করেছি-
* সেই উন্নয়নের চিহ্ন দেশ এখনো ধারণ করে আছে
৬. গণতন্ত্রের জন্য ৯০ সালে তিন জোটের রূপরেখা অনুসারে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়েছি
* তারপর ২৭ বছরে দেশের কী হাল হয়েছে
৭. আমার উপর কী নির্যাতন হয়েছে-
* বেঁচে আছি আল্লাহর ইচ্ছায়
৮. আগামী নির্বাচন হয়তো হবে আমার জীবনের শেষ নির্বাচন
* শেষ জীবনে নিজেকে দেশ ও জাতির জন্য উৎসর্গ করতে চাই
৯. এখন দেশবাসীর উদ্দেশ্যে আমার কিছু বার্তা পৌঁছ দিতে চাই
(এক) নির্বাচন নিয়ে এখনও অনেক সংশয় আছে
* এক পক্ষ ৭ দফা দিয়েছে। সরকার মানতে চাইনা
* বর্তমান সংবিধান অনুসারে ঐ ৭ দফা মানাও যায়না
* এই অবস্থার মধ্যে নির্বাচনের ভবিষ্যৎ এখনো স্বচ্ছ দেখতে পাইনা
(দুই) আমরা নির্বাচনের জন্য প্রস্তুত
* তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা চাই
* নির্বাচনকালীন সরকার সংসদে প্রতিনিধিত্বকারী সকল দলের সমন্বয় গঠন করতে হবে
(তিন) আমরা জোটগতভাবে ৩০০ আসনে নির্বাচন করতে চাই
* আমার নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোট আছে
(চার) দেশের স্বার্থে রাজনীতিতে নতুন মেরুকরণ হতে পারে
* সময়ের দাবী মেনেই আমরা পথ চলবো-
(পাঁচ) আমি নতুন ভাবে ১৮ দফা কর্মসূচী প্রণয়ন করেছি
* এটাই হবে মুক্তির পথ। এটাই হবে আমাদের ইশতেহার
* ইশতেহারে থাকবে প্রদেশ * নির্বাচন পদ্ধতি * পূর্ণাঙ্গ উপজেলা * সংখ্যালঘুদের জন্য আসন সংরক্ষণ * বিচার বিভাগের স্বাধীনতা * ধর্মীয় মূল্যবোধ * কৃষকের কল্যাণ সাধন * সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা * জ্বালানী ও বিদ্যুৎ * ফসলি জমি নষ্ট করা যাবে না * খাদ্য নিরাপত্তা * শিক্ষা পদ্ধতির সংশোধন * স্বাস্থ্যসেবা সম্প্রসারণ * শান্তি ও সহাবস্থানের রাজনীতি প্রবর্তন * সড়ক নিরাপত্তা * গুচ্ছগ্রাম পথকলি ট্রাস্ট পুনঃপ্রতিষ্ঠা * পল্লী রেশনিং চালু করা হবে * শিল্প ও অর্থনীতির অগ্রগতি সাধন
(ছয়) জেলায় ফিরে গিয়ে প্রার্থী বাছাই করতে হবে
* যারা আগ্রহী তাদের দলীয় আবেদন সংগ্রহ করতে হবে
(সাত) এ মাসের মধ্যেই পার্লামেন্টারী বোর্ড ঘোষণা করবো
* তৃণমূলের সুপারিশ নিয়ে প্রার্থী চুড়ান্ত করবো-
* ভোটকেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করে জেলা কমিটির মাধ্যমে আমার কাছে জমা দিতে হবে
(আট) জোটের শরীকরাও তাদের প্রার্থী তালিকা জমা দেবে
* দলের পরিচয়ের চেয়ে প্রাার্থীর যোগ্যতা বেশী বিবেচনা করা হবে
(নয়) শেষ কথা, নির্বাচনের জন্য অবশ্যই অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে
* সবাই কি নির্বাচনের জন্য প্রস্তুুত?
১০. মহাসমাবেশ আয়োজনের জন্য বিশেষভাবে মহাসচিবকে ধন্যবাদ জানাই
* সকল পর্যায়ের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই
* মহাসচিবকে আমি আরেকটি নির্দেশ দিচ্ছিÑ দলকে ক্ষমতায় নেবার জন্য পার্টিকে আরো সু-সংগঠিত করে তুলতে হবে
* আপনারা সবাই কি নির্বাচনের জন্য প্রস্তুুত?
* তাহলে এখন থেকে শুরু হলো আমাদের যাত্রা-