জাতীয় পার্টিও মহাসমাবেশের ভাষণ’র ষারবস্তু

লোকমান॥ ২০ অক্টোবর ২০১৮ রোজ শনিবার জাতীয় পার্টির মহাসমাবেশের ভাষণ এর চুম্বক অংশটুকু তলে ধরছি।

jp somabesh 201018
১. নির্বাচনের প্রাক্কালে এই মহাসমাবেশ
২. ২৭ বছর ক্ষমতায় নেই- তারপরও মানুষ মনে রেখেছে
৩. ১৯৮২ সালের ২৪ মার্চ কোন প্রেক্ষাপটে ক্ষমতা গ্রহণ
৪. ১৯৮৪ সালে নির্বাচন দিয়েছিলাম- তখন আমার দল ছিলোনা
৫. ৯ বছরে যা করেছি-
* সেই উন্নয়নের চিহ্ন দেশ এখনো ধারণ করে আছে
৬. গণতন্ত্রের জন্য ৯০ সালে তিন জোটের রূপরেখা অনুসারে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়েছি
* তারপর ২৭ বছরে দেশের কী হাল হয়েছে
৭. আমার উপর কী নির্যাতন হয়েছে-
* বেঁচে আছি আল্লাহর ইচ্ছায়
৮. আগামী নির্বাচন হয়তো হবে আমার জীবনের শেষ নির্বাচন
* শেষ জীবনে নিজেকে দেশ ও জাতির জন্য উৎসর্গ করতে চাই
৯. এখন দেশবাসীর উদ্দেশ্যে আমার কিছু বার্তা পৌঁছ দিতে চাই
(এক) নির্বাচন নিয়ে এখনও অনেক সংশয় আছে
* এক পক্ষ ৭ দফা দিয়েছে। সরকার মানতে চাইনা
* বর্তমান সংবিধান অনুসারে ঐ ৭ দফা মানাও যায়না
* এই অবস্থার মধ্যে নির্বাচনের ভবিষ্যৎ এখনো স্বচ্ছ দেখতে পাইনা
(দুই) আমরা নির্বাচনের জন্য প্রস্তুত
* তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা চাই
* নির্বাচনকালীন সরকার সংসদে প্রতিনিধিত্বকারী সকল দলের সমন্বয় গঠন করতে হবে
(তিন) আমরা জোটগতভাবে ৩০০ আসনে নির্বাচন করতে চাই
* আমার নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোট আছে
(চার) দেশের স্বার্থে রাজনীতিতে নতুন মেরুকরণ হতে পারে
* সময়ের দাবী মেনেই আমরা পথ চলবো-
(পাঁচ) আমি নতুন ভাবে ১৮ দফা কর্মসূচী প্রণয়ন করেছি
* এটাই হবে মুক্তির পথ। এটাই হবে আমাদের ইশতেহার
* ইশতেহারে থাকবে প্রদেশ * নির্বাচন পদ্ধতি * পূর্ণাঙ্গ উপজেলা * সংখ্যালঘুদের জন্য আসন সংরক্ষণ * বিচার বিভাগের স্বাধীনতা * ধর্মীয় মূল্যবোধ * কৃষকের কল্যাণ সাধন * সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা * জ্বালানী ও বিদ্যুৎ * ফসলি জমি নষ্ট করা যাবে না * খাদ্য নিরাপত্তা * শিক্ষা পদ্ধতির সংশোধন * স্বাস্থ্যসেবা সম্প্রসারণ * শান্তি ও সহাবস্থানের রাজনীতি প্রবর্তন * সড়ক নিরাপত্তা * গুচ্ছগ্রাম পথকলি ট্রাস্ট পুনঃপ্রতিষ্ঠা * পল্লী রেশনিং চালু করা হবে * শিল্প ও অর্থনীতির অগ্রগতি সাধন
(ছয়) জেলায় ফিরে গিয়ে প্রার্থী বাছাই করতে হবে
* যারা আগ্রহী তাদের দলীয় আবেদন সংগ্রহ করতে হবে
(সাত) এ মাসের মধ্যেই পার্লামেন্টারী বোর্ড ঘোষণা করবো
* তৃণমূলের সুপারিশ নিয়ে প্রার্থী চুড়ান্ত করবো-
* ভোটকেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করে জেলা কমিটির মাধ্যমে আমার কাছে জমা দিতে হবে
(আট) জোটের শরীকরাও তাদের প্রার্থী তালিকা জমা দেবে
* দলের পরিচয়ের চেয়ে প্রাার্থীর যোগ্যতা বেশী বিবেচনা করা হবে
(নয়) শেষ কথা, নির্বাচনের জন্য অবশ্যই অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে
* সবাই কি নির্বাচনের জন্য প্রস্তুুত?
১০. মহাসমাবেশ আয়োজনের জন্য বিশেষভাবে মহাসচিবকে ধন্যবাদ জানাই
* সকল পর্যায়ের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই
* মহাসচিবকে আমি আরেকটি নির্দেশ দিচ্ছিÑ দলকে ক্ষমতায় নেবার জন্য পার্টিকে আরো সু-সংগঠিত করে তুলতে হবে
* আপনারা সবাই কি নির্বাচনের জন্য প্রস্তুুত?
* তাহলে এখন থেকে শুরু হলো আমাদের যাত্রা-

Leave a Reply

Your email address will not be published.