ঢাকাস্থ কসবা সমিতির অভিষেক অনুষ্ঠান ২০১৮

প্রশান্তি ডেক্স॥ গত ১৩ই অক্টোবর রোজ শনিবার ঢাকাস্থ কসবা উপজেলা সমিতির আয়োজনে গুণিজন সম্মাননা এবং মেধাবীদের বৃত্তি প্রদান ও নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী ব্যারিষ্টার আনিছুল হক (আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়)। তিনি গুনীজনদের সম্মাননা প্রদানkasba somete dhaka করেন এবং মেধাবীদের মেধাবৃত্তি ও সম্বদ্ধনা প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন সাবেক কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং নতুন পুরানের সমন্বয়ে নতুন কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। সকলেই তাদের গুরুত্বপূর্ন মতামত ব্যক্ত করেন সমিতির কল্যানের নিমিত্ত্বে। অনেকেই নিজেদেরকে ওজার করে দেয়ার অঙ্গিকার করেন। নতুন কমিটির প্রতি শুভ কামনা এমনকি সহযোগীতার ধারাবাহিকতা অব্যাহত রাখার দৃপ্ত ঘোষণা দেন।
সভায় সাবেক সংসদ মিয়া আবদুল্লা ওয়াজেদ আবদু মিয়া চমৎকার বক্তব্য প্রদান করেন এবং মাননীয় মন্ত্রীকে আগামীর এমপি হিসেবে ঘোষণাও করেন। তার পাশে থেকে নির্বাচনী বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। শুধু তাই নয়; সভায় আগত সকলেই আগামী নির্বাচনে ব্যারিষ্টার আনিছুল হককে বিজয়ী করার ঘোষণা দেন।
সর্বশেষ মন্ত্রীমহোদয় লাজুক স্বভাবে বক্তব্য দিতে এসে সকলের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন এবং আগামীতে এই সমিতির কল্যাণের তরে বরাবরের ন্যায় আরো সহযোগীতা করার ঘোষণা দেন। তিনি বলেন তাঁর বাবা শ্রদ্ধেয় এডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়া সাহেবের নামে বৃত্তির ব্যবস্থা করবেন। উক্ত অভিষেক অনুষ্টানটি প্রানবন্ত এবং মনোজ্ঞ ছিল। পাশাপাশি দল মত নির্বিশেষে ব্যারিষ্টার আনিছুল হকের এক বিজয় গাথায় পরিণত হয়েছে। আগামী দিনে কসবা ও আখাউড়ায় আনিছুল হকের বিকল্প নেই এই স্লোগান এবং এর বাস্তবতা সুপ্রতিষ্ঠিত হয়েছে।
আনিছুল হকের প্রয়োজনীয় এবং সেবার মান সম্পর্কে সকলের গুননির্বর আলোচনা এবং আগামীর চাওয়া পাওয়াও দাবি আকারে উত্থাপন করা হয় ঐ সভায়। সবকিছুর সঙ্গে একমত পোষণ করে জনাব হক সাহেব এলাকার জনগণের সেবক হিসেবে নিজেকে নিয়োজিত রাখতে আমৃত্যু চেষ্টা চালিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published.