আড়াইবাড়ী দরবার শরীফের ৮১তম মাহফিল সম্পন্ন

শেখ মো. কামাল উদ্দিন, উপজেলা সংবাদদাতা, কসবা, ব্রা‏হ্মণবাড়িয়া॥ ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত আড়াইবাড়ী দরবার শরীফে প্রতিষ্ঠাতা আল্লামা হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আলকাদেরী পীর সাহেব (র.)এর ৮১তম ইছালে ছাওয়াব মাহফিল বাদ ফজর আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। ২৫ জানুয়ারি বাদ জুমা দরবার শরীফের গদ্দিনেশিন পীর আল্লামা হযরত মাওলানা মো. গোলাম সারোয়ার সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেন। 81 tom mahfil aribare

Leave a Reply

Your email address will not be published.