কসবার কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কসবায় কোনো কোচিং বানিজ্য চলবেনা

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া কসবার ঐতিহ্যবাহী কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠান গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীদের ক্রীড়া ও মেধা পুরস্কারের পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হওয়া শিক্ষক ও শিক্ষার্থীদেরকেও পুরস্কৃত করা হয়। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়মিত করতে এবং ছাত্রীদের মাঝে উৎসাহ প্রদানে এ পুরস্কারের আয়োজন করা হয়েছে বলে জানান পরিচালনা পরিষদ সভাপতি মো.সাইদুর রহমান স্বপন। kasba kote baleka bedda
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো.সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন; জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আইয়ুব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল কাদির, বর্তমান চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম জিতু, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মোস্তাক আহাম্মদ ও শামীম রেজা।
প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম বলেন; ইতোমধ্যে সরকারের সার্কুলার অনুযায়ী শিক্ষা মন্ত্রনালয় থেকে আমাদের নিকট কোচিং বন্ধের নির্দেশনামূলক চিঠি এসেছে। মাধ্যমিক শিক্ষা অফিসারকে সকল প্রকার কোচিং বানিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে। সরকারের নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। কসবায় কোনো প্রকার কোচিং বানিজ্য চলবেনা। এই ব্যাপারে তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা চান।

Leave a Reply

Your email address will not be published.