ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত রোববার (২৭ জানুয়ারি) সিডিসি স্কুলের ৩৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সিডি,সির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. সোলেমান খানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারি শিক্ষা অফিসার আমির হোসেন, সহকারি শিক্ষা অফিসার পংকজ কুমার বিশ্বাস, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম রঙ্গু, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সমাজকর্মী বজলুর রহমান, আবু হানিফ ভুইয়া। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মো. অলিউল্লাহ সরকার অতুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আবদুল আলিম রানা সিডিসি’র ৫ম শ্রেণির সমাপনীর অভূতপূর্ব সাফল্যের ভূঁয়শী প্রশংসা করেন। তিনি বিদ্যালয়টির লেখাপড়ার মান উত্তরোত্তর উন্নয়নে সার্বিক সহায়তার আশ্বাস দেন। ছাত্র-ছাত্রীর জন্য ৪৮টি ইভেন্টে ১৪৪জনকে এবং অভিভাবকদের জন্য ২টি ইভেন্টে ৬ জনকে পুরষ্কার দেযা হয়।