ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবার তারাপুর-কমলা সাগর সীমান্ত হাট পরিদর্শন করলেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। গত সোমবার দুপুরে সীমান্ত হাট পরিদর্শনে এসে তিনি সীমান্ত হাটের ব্যবসায়ী ও স্থানীয় ক্রেতাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সীমান্ত হাটেই এই মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। এ সময় সীমান্ত হাটের বাংলাদেশী ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিগত প্রায় ছয় মাস ধরে সীমান্ত হাটের অচলাবস্থা নিরসনের জন্য ব্যাবসায়ী, ক্রেতা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করেন। মতবিনিময় সভায় বাংলাদেশী ব্যবসায়ীদের পক্ষে অলিউল্লাহ সরকার অতুল বলেন এ সীমান্ত হাটে অতিথিপাশ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান বলেন: অতিথি পাশের বিষয়টি দুই দেশের উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ ছাড়া সমাধান সম্ভব নয়। সীমান্তহাটের অচলাবস্থা নিরসনে বাংলাদেশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে জানান। এছাড়াও তিনি সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে সকলকে সজাগ থাকার আহবান জানান। মতবিনিময় সভায় মতামত তুলে ধরেন কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, ক্রেতা আফজাল হোসেন রিমন।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো.হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ৬০ বিজিবি’র ব্যাটালিয়ন অধিনায়ক লে:কর্ণেল মো.ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.সামছুজ্জামান, উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।