ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ “আসুন পরিবেশ দুষন রোধ করি”-এ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২০ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ-উল-আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো.জাহাঙ্গীর হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.মাজেদুল ইসলাম, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান। আলোচনা সভায় বক্তাগন বায়ুদুষন রোধে নদী,খাল উদ্ধার সহ অধিক গাছ রোপনের প্রতি গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা।