শেখ ফাহিম ফয়সাল॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সদরের ইমামপাড়া প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোগ্ধা মো. সৈয়দ ইমামের নাতনী, প্রভাষক মো. জয়নাল আবেদীন ও রৌশনারা বেগমের ১মা কন্যা সাঈদা তাসনিম অহনা বাংলাদেশ স্কাউটস এর সারা দেশ থেকে বাছাই করা ১৬ সদস্য বিশিষ্ট স্কাউট টিমে ফ্রান্স ন্যাশনাল জাম্মুরী ২০১৯ এ অংশ গ্রহণসহ ফ্রান্স, সুইজারল্যান্ড ও ইটালির বিভিন্ন শহরের ঐতিহাসিক স্থান পরিদর্শন করতে গত ১৯ জুলাই শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। সে ইমাম প্রি-ক্যাডেট্ স্কুল মুক্ত স্কাউট দলের সদস্য হিসেবে বিদেশ ভ্রমণ করে গত ১ আগস্ট বৃহস্পতিবার রাতে কাতার এয়ার লাইন্স এ দেশে ফিরেছে। ইতোপূর্বে সে সরকাবিভাবে ভারত করেছিল। সে ঢাকা বেইলি রোডস্থ ভিকারুন্নিসা স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্রী। ফ্রান্সের জাম্বিল শহরে ২২ থেকে ২৬ জুলাই ২০১৯ অনুষ্ঠিত এ জাম্বুরীতে হেড অব কন্টিজেন্ট মো. জিয়াউল হুদা, ইউনিট লিডার মীর মুহাম্মদ ফারুক ও ফারহানা রহমান নেতুত্ব দেন। এতে অন্যান্য স্কাউট দলের সদস্য হিসেবে অংশ গ্রহণ করে মাহজাবিন আশরাফ মোহনা, হাজেরা ফয়েজ, অনিন্দিতা মারিয়া, রিমঝিম এন্থনিয়া গোমেজ, সাঈদাা তাসনিম অহনা, ইশিকা তেথি দাস, ইউসা জেরিন, ফাইদাইদ রহমান আরিয়ান, আইয়ান জামান, ফ্রান্সিস এক্সাভিয়ার প্যানহিরো, আদেল তাহমিদ, তৈমুর রহমান তাওরাত ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূইয়া।