আগষ্টের শোক কাটিয়ে শক্তিতে দেশ গঠনে মনোনিবেশ করুন। আগষ্ট আমাদেরকে শিখায় শত্রু ও মিত্র চিনতে। আগষ্ট আমাদেরকে ভাবায় পিছনে ফিরে যেতে এবং সময়ের সাহসী পদক্ষেপ নিয়ে শত্রুমুক্ত বাংলাদেশ গড়তে। উন্নয়ন ও উন্নতির মাপকাঠিতে সমতা আনতে। তাই বঙ্গবন্ধুবিহীন আগষ্টে আজ বঙ্গবন্ধুর চেতনা এবং আখাঙ্খাকে বাস্তবে রূপদান করতে এগিয়ে আসুন। সমগ্র বাংলা হউক বঙ্গবন্ধুর সোনার বাংলার সোনালী ফসল এবং নতুন দিগন্ত উন্মোচনের এক অগ্রজ হাতিয়ার। জয় হউক আমাদের সকলের।