শেখ মো. কামাল উদ্দিন, কসবা, ব্রাহ্মণবাড়িয়া॥ বাংলাদেশ স্কাউটস কুমল্লিা অঞ্চলের আঞ্চলিক স্কাউটস ট্রেনিং সেন্টার লালমাই অনুষ্ঠিত ত্রৈবাষিক কাউন্সিল সভায় উপস্থিত কাউন্সিলরগণের প্রত্যক্ষ ভোটে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডের চেয়ারম্যান প্রফেসর আবদুস সালামের সভাপতিত্বে গত ২৩ অক্টোবর নতুন নিবাহী কমিটি গঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়ার গব এবিএম আবুল হাশেম যুগ্ম সম্পাদক নিবাচিত হয়। তিনি ইতোপূবে ব্রাহ্মণবাড়িয়া জেলা কাব লিডার, কোষাধ্যক্ষ, জেলা সম্পাদক, আঞ্চলিক সহযোজিত সদস্য, আঞ্চলিক উপ কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূণ দায়িত্ব পালন করে সুনাম অজন করেন। বাংলাদেশ স্কাউটস এ তাঁর প্রশংসনীয় ভূমিকায় কসবা ইমাম প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক প্রভাষক মো. জয়নাল আবেদীনসহ বিভিন্ন সাংস্কুতিক সংগঠন তাকে অভিনন্দন জানান।