খাবারে কেমিক্যাল মেশানো গণহত্যা … রাষ্ট্রপতি

প্রশান্তি ডেক্স॥ খাবারে ফরমালিন ও কেমিক্যাল মিশিয়ে গণহত্যা চালানো হচ্ছে মন্তব্য করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, যারা ফরমালিন দিচ্ছে, কেমিক্যাল ব্যবহার করছে, সেসব ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
গত বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) তৃতীয় সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি বলেন, ফরমালিন এক ধরনের বিষ। এখন প্রতিটা খাবারে ফরমালিন মেশানো হচ্ছে। শুধু ফল নয়, শাকসবজি, মাছ-মাংস সবকিছুর মধ্যেই আজ ফরমালিন। এমনকি খাবারের গুঁড়া মশলাগুলোতেও কেমিক্যাল মেশানো হয়। তিনি বলেন, কাউকে হত্যা করলে দন্ডবিধির ৩০২ ধারায় অপরাধীর মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড হয়। কিন্তু খাবারে ফরমালিন মেশানোর কারণে হাজার হাজার মানুষ মরছে। এটা গণহত্যা। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার।
আবদুল হামিদ বলেন, এখন সারাদেশ ক্যান্সারে ভরে গেছে। আমরা যখন ছোট ছিলাম, এত ক্যান্সার শুনতাম না। এখন ক্যান্সারে ভর্তি। কয়টা লোক ক্যান্সারের চিকিৎসা নিয়ে বাঁচতে পারে, আক্রান্ত প্রায় মানুষই মারা যায়।
সূত্র: সমকাল

Leave a Reply

Your email address will not be published.