প্রশান্তি ডেক্স॥ চট্টগ্রামেও শীতের কাঁপন ছড়িয়ে পড়ছে। লেপ-কাঁথা, সোয়েটার বা চাদর জড়িয়ে যে যেভাবে পারছেন, শীত সামলাচ্ছেন। কিন্তু শীতের প্রকোপ থেকে আত্মরক্ষার জন্য হতদরিদ্র অনেক মানুষেরই নেই ন্যূনতম শীতবস্ত্র। তাদের কথা ভেবে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উত্তর বিভাগ নিয়েছে প্রশংসনীয় উদ্যোগ।
সিএমপির উপকমিশনার (উত্তর) এর কার্যালয়ের প্রবেশ পথে দেয়াল ঘেঁষে স্থাপন করা হয়েছে ‘উষ্ণতার দেয়াল’। পাশে লেখা আছে, ‘মানবতার কল্যাণে বস্ত্র রেখে যান। আসুন! অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াই।’
গত বৃহস্পতিবার ‘উষ্ণতার দেয়াল’ এর কার্যক্রম চালু করা হয়। যেখানে যে কেউ চাইলে তাদের ব্যবহারযোগ্য পুরানো শীতবস্ত্র রেখে যেতে পারবেন। আবার কেউ চাইলে তাদের প্রয়োজনীয় শীত বস্ত্র সেখান থেকে নিয়ে যেতে পারবেন।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, শীতে বেশি কষ্ট পাচ্ছে অসহায়, দুস্থ মানুষ। উষ্ণতার দেয়াল- এর কার্যক্রম চালুর মাধ্যমে কাপড় বিতরণ করে তাদের শীত নিবারণের উদ্যোগ নিয়েছি আমরা।
স্বেচ্ছাসেবী সংগঠন যাত্রী ছাউনি এবং সামাজিক সংগঠন প্রিয় চট্টগ্রাম এর সহযোগিতায় এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান পুলিশ কর্মকর্তা বিজয় বসাক।
এদিকে গত বৃহস্পতিবার পাঁচলাইশ থানা এলাকার শায়লা স্কয়ারে চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর বিভাগের উদ্যোগে ৮শ’ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) শ্যামল কুমার নাথ, উপপুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মিজানুর রহমান ও সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) দেবদূত মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।