ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সিডিসি স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত দিবসটির কর্মসূচীর মধ্যে ছিলো ডায়াবেটিস সচেতনতামূলক র্যালী, আলোচনা সভা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প। র্যালীটি সিডিসি প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন করে। অনুষ্ঠানে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে শতাধিক রোগীকে ডায়াবেটিক পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিজনা ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক মো.ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির সিনিয়র মেডিকেল অফিসার ডা: সাদিয়া সামিহা, বিজনা ডায়াবেটিক সমিতির মেডিক্যাল অফিসার ডা: নাজমুল করিম, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মো.শফিকুল ইসলাম, বিজনা ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক মো.ওসমান গনি খান ও নারী নেত্রী আকলিমা বেগম।আলোচনা সভায় বক্তাগন বলেন; ডায়াবেটিকস একটি নীরব ঘাতক রোগ। এই সম্পুর্ন নিরাময়যোগ্য নয়। নিয়মতান্ত্রিক জীবন-যাপনের মাধ্যমে ডায়াবেটিস রোগটিকে নিয়ন্ত্রনে রাখা সম্ভব। সবাই মিলে ডায়াবেটিস রোগ নিরাময়ে সামাজিক সচেতনতা গড়ে তুলি। অনুষ্ঠানে ডায়াবেটিক রোগী সহ এলাকার বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন।