প্রশান্তি ডেক্স॥ ফেনীর সোনাগাজীতে চর চান্দিয়া হাজী শেখ মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ জন প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন। কাগজে-কলমে একজন থাকলেও অন্যজন বিনা স্বাক্ষরে ১৬ মাস কমরত থেকে বেতনভাতা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন বলেন, চর চান্দিয়া হোসেন মাস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র রায় দীর্ঘ ১৬ মাস ধরে একই বিদ্যালয়ে কমরত রয়েছেন। তবে তিনি কোনো বদলিপত্র বা নিয়োগপত্র দেননি। হাজিরা খাতায় তাহার কোনো স্বাক্ষর নেই। তবে তিনি কীভাবে বেতন উত্তোলন করেন তা তিনি জানেন না। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ফেনীর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জানান, তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামানের যোগসাজশে নারায়ণ চন্দ্র নিজ কর্মস্থলে যোগ না দিয়ে বিনা হাজিরায় বেতন নিচ্ছেন। ২০১৮ সালের অক্টোবর মাসে সহকারী প্রধান শিক্ষক থেকে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেলেও বিদ্যালয় কমিটির অস্বীকৃতির কারণে যোগ দিতে পারেননি। উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম এ ব্যাপারে কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ওহাহিদুর রহমান বলেন, চর চান্দিয়া হাজী শেখ মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা থাকায় মৌখিকভাবে কাজ করার অনুমতি দেওয়া হয়। ফেনী জেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, বিষয়টা আমি জানতাম না, শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। পূর্বপশ্চিমবিডি/এসএস