করোনায় প্রতিবেশীকে সহায়তা করলেই ‘৫ নম্বর’ দেবেন শিক্ষক

প্রশান্তি ডেক্স॥ করোনাভাইরাসের এমন পরিস্থিতিতে প্রতিবেশীকে সহযোগিতা করলেই অ্যাসাইনমেন্টের পাঁচ নম্বর দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক শাওন উদ্দিন। সোমবার (৩০ মার্চ) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে এমন ঘোষণা দেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে ওই শিক্ষক লিখেন, ‘আশপাশের তথা প্রতিবেশীদের খোঁজ-খবর রাখ। সহযোগিতা করো। করতে পারলে এসাইনমেন্টের ৫ নম্বর দেব। ওই স্টাটাসে শিক্ষক শাওন উদ্দীন আরও লেখেন, ‘আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ (এমবিএ দ্বিতীয় সেমিস্টার, চতুর্থ বর্ষ প্রথম ও প্রথম বর্ষ প্রথম সেমিস্টার) বিশ্বের এই মহাসংকটে তোমরা নিজ নিজ বাড়িতে পরিবারকে নিয়ে সুস্থ থাকো। কোসের পড়ালেখা নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নাই। বিশ্ববিদ্যালয় খুললে আবার শ্রেণিকক্ষে পড়ালেখা হবে। আমার কোসের পড়ালেখা শ্রেণিকক্ষে সামনাসামনিই হবে। নো অনলাইন। তবে গল্প, উপন্যাস, গবেষণাকর্ম ইত্যাদি পড়। কোসের বাইরের এই পড়ালেখাগুলো ভীষণ কাজে দেবে। আশপাশের তথা প্রতিবেশীদের খোঁজ-খবর রাখ। সহযোগিতা করো। করতে পারলে এসাইনমেন্টের পাঁচ নম্বর দেব। ওই শিক্ষক লেখেন, ‘এখনো গড়ে তিন মাস ক্যাম্পাস বন্ধ থাকে। আর বর্তমান অবস্থায় পড়ালেখা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছুই নাই। যদি ছয় মাসের বেশি বন্ধ থাকে তখন দেখা যাবে। জানতে চাইলে শিক্ষক শাওন উদ্দিন বলেন, ‘সারা বিশ্বেই এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাংলাদেশেও নানা কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থেকেছে অতীতেও। হয়তো এরকম পরিস্থিতে না। কিন্তু ঈদ বা অন্য কোনো কারণে আরও অনেক বেশি দিনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থেকেছে। এখন মাত্র এক সপ্তাহ ধরে ইউনিভার্সিটি বন্ধ আছে এখন অনলাইনে ক্লাস নিয়ে শিক্ষার্থীদের প্যানিক করা আমার মতে উচ্চ শিক্ষার সাথে যায় না। নম্বরের প্রসঙ্গে এই শিক্ষক বলেন, ‘আমি শিক্ষার্থীদের উদ্ধুদ্ধ করতে এমনটা বলেছি। ছুটির পরে তারা সত্যিই যদি আমাকে এসে বলে এমন কাজ করেছি তাহলে নম্বর দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.