ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার ৩৫ টি কমিউনিটি ক্লিনিক জীবনের ঝুঁকি নিযে সাধারণ মানুষকে সেবা দিয়ে আসছে। ৩৫টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত ৩৫ জন সি.এইচ.সি.পি। তারা সকাল ৮ থেকে ১২ পর্যন্ত এই সেবা অব্যাহত রেখেছে। তাদের নেই কোনো সুরক্ষা পোশাক। প্রতিদিনই জ্বর, হাচি, কাশি, কলেরার রোগীদের সেবা দিচ্ছেন তারা। করোনা ভাইরাসে মৃত্যু ঝুঁকি থাকলেও তারা এই সেবা চালিয়ে যাচ্ছে। চাপিয়া কমিউনিটি ক্লিনিকের সি.এইচ.সি.পি মো. সাইফুল ইসলাম জানান, আমরা করোনাকে ভয় করিনা, জয় করতে চাই। তবে সুরক্ষা পোশাকটা হলে ভালো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম জানান, সুরক্ষা পোশাক কম থাকায় কমিউনিটি ক্লিনিকগুলোতে দেয়া হয়নি। পরবর্তীতে আসলে তাদের দেয়া হবে।