কসবায় তিন শতাধিক কর্মহীন শ্রমজীবি মানুষের মাঝে ত্রাণ বিতরণ

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত শনিবার বিকালে কর্মহীন শ্রমজীবি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের ত্রাণ তহবীল থেকে তিনশতাধিক কর্মহীন শ্রমজীবি মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। তাদের প্রত্যেককে চাল.ডাল. তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় উপকরণাধী দেওয়া হয়েছে।
কসবা উপজেলার হাজীপুর শহীদ স্মরণীকা উচ্চ বিদ্যালয়, কসবা আর্দশ উচ্চ বিদ্যালয়, পানিয়ারুপ এডভোকেট সিরাজুল হক উচ্চ বিদ্যালয় মাঠে তনশতাধিক কর্মহীন শ্রমজীবি মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌল্লা খান, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভ্ইূয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম, কসবা পৌরসভার মেয়র মো. এমরান উদ্দিন, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কাইমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ভূইয়া, বিনাউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন কসবা পৌরসভার প্যানেল মেয়র মো. আবু জাহের, কসবা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. সফিকুল ইসলাম ভূইয়া, কসবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্ত্তী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাজমুল হক সিকদার । ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌল্লা খান বলেন, সম্বনিত প্রচেষ্টার মাধ্যমে এ দুর্যোগ পূর্ণ অবস্থা থেকে উত্তোরণ ঘটাতে হবে। তিনি বলেন, সবাইকে ঘরে থাকতে হবে। নিয়মিত ভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে। একজন মানুষও অনাহারে থাকবে না। কারো বাড়িতে খাবার না থাকালে জেলা ও উপজেলার নিয়ন্ত্রণ কক্ষে ফোন করলেই খাবার পাঠিয়ে দেওয়া হবে। তিনি বলেন, আইন মন্ত্রী আনিসুল হক মহোদয় সাবক্ষনিক ভাবে করোনা প্রতিরোধের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published.