ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি সিএনজি গ্যারেজে আগুন লেগে পুড়ে গেছে ১৪টি সিএনজি, ৮টি ইজিবাইক ও একটি ভ্যান গাড়ি। গতকাল শুক্রবার (৩ এপ্রিল) রাত ১২টায় উপজেলার সৈয়দাবাদ-কসবা সড়কের অনন্তপুরে হাজি মার্কেটে এ ঘটনা ঘটে। খরব পেয়ে কুটি চৌমুহনী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তার আগেই পুড়ে যায় গ্যারেজে রাখা ২২টি গাড়ি। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্থরা। এ ঘটনায় নিস্ব হয়ে গেছে একই গ্রামের ২৪টি পরিবার। ক্ষতিগ্রস্থরা পরিবারের লোকজন জানায়; করোনা আতংকে লক ডাউন চলায় গাড়িগুলোকে প্রায় গ্যারেজে রাখা হয়েছিলো। শুক্রবার গভীর রাতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুল লেগে পুড়ে যায় গ্যারেজের গাড়িসহ পাশের আরো করেয়কটি দোকান। সিএনজি থাকায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনের ভয়ে স্থানীয়রা কেউ সাহস করে আগুন নিভানোর চেষ্টা করেনি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম , কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, ভাইস চেয়ারম্যান মনির হোসেন ও কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন।
ফায়ার সার্র্ভিস কর্মকর্তা মো.আবদুল্লাহ খালিদ জানান, শুক্রবার গভীর রাতে উপজেলার অনন্তপুর হাজি মার্কেটে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুন লাগে। এতে গ্যারেজে রাখা গাড়িসহ পাশের দোকানগুলো পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা সম্ভব হয়নি তবে বড় ধরনের ক্ষতি মুখে পড়েছে ওই পরিবারগুলো।