ঝড়ে নির্মাণাধীন ভবনের দেওয়াল ধস…ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

প্রশান্তি ডেক্স॥ রাজধানীর দক্ষিণখানে ঝড়ের মধ্যে নির্মাণাধীন একটি ভবনের দেওয়াল ধসে পার্শ্ববর্তী একটি বাড়িতে পড়ায় ঘুমন্ত অবস্থায় খাইরুন্নেসা (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণখানের মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের নাতনী ও ছেলের বউ-ও আহত হয়েছেন। জানা যায়, যে বাড়িটিতে ভবনের দেয়াল ধসে পড়ে তা টিনশেড। এ বাড়িটির পাশেই নিয়মনীতির তোয়াক্কা না এক সমিতির উদ্যোগে ৮ তলা একটি ভবন নির্মাণের কাজ চলছে। গত বৃহস্পতিবার নির্মাণাধীন ওই ভবনের পঞ্চম তলা থেকে ইটের গাঁথনি দেওয়া একটি দেওয়াল ধসে নিচের টিনশেড বাড়িটিতে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয় তার সঙ্গে থাকা নাতনী ও ছেলের বউও এতে আহত হন। দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে দেয়াল ধসে নিচের টিনের চালা ভেদ করে। এতে খাইরুন্নেসা নামের ওই বৃদ্ধার মৃত্যু হয়। আমরা ঘটনাস্থলে আছি। আইনি প্রক্রিয়া শেষ করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ শহীদ সোহরাওইয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হবে। তিনি আরও জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published.