প্রশান্তি ডেক্স॥ পুলিশ জনগনের সেবক। কথাটা আক্ষরিক হলেও পুলিশের ব্যাপারে মানুষের ধারণা পজেটিভ যেমন নেগেটিভও তেমন। মানুষের ধারণাকে পাল্টে দিলো কুলাউড়া থানা পুলিশের বিশেষ উদ্যোগ।করোনা ভাইরাসের প্রভাবে যেহেতু মানুষ বর্তমানে ঘরে থাকবে এবং তাঁরা যাতে ঘরের বাইরে বের না হয় সেজন্য পুলিশের এ বিশেষ উদ্যোগ। নিজেদের পকেটের টাকা তুলে তহবিল গঠন করে সেই টাকা দিয়ে অসহায়, দুস্থ মানুষের জন্য খাদ্য সামগ্রী সংগ্রহ করেছে কুলাউড়া থানার পুলিশ সদস্যরা। গত মঙ্গলবার দিনব্যাপী তাঁরা এসব খাদ্যসামগ্রী প্যাকেটজাত করতে ব্যস্ত সময় পার করেছে। খাদ্য সামগ্রীর প্যাকেটের গায়ে লেখা ‘আর কয়েকটা দিন থাকি বাড়ি ফোন দিলেই পৌঁছে যাবে খাবার গাড়ী। ঘরে খাবারের সঙ্কট হলে পুলিশের নির্দিষ্ট নাম্বারে কল করলে সেই মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিবে পুলিশ। আপাতত প্রায় ৪’শত পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে থানা পুলিশ। খাদ্যসামগ্রী বিতরণ সরাসরি তদারকি করবেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী। জানা যায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রান্তিক এলাকার দুঃস্থ, অসহায় দিনমজুর মানুষের বাড়ি বাড়ি পুলিশের টহল গাড়ি করে খাদ্য সামগ্রীগুলো পৌঁছে দেয়া হবে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি পেয়াজ, ১ লিটার তেল ও ১টি সাবান। খাদ্য সামগ্রীর প্রয়োজন হলে কুলাউড়া থানার ওসি’র সরকারি (০১৭১৩-৩৭৪৪৪৩) নাম্বারে ফোন দেয়ার জন্য আহবানজানানোহয়।কুলাউড়া থানার ওসি তদন্ত সঞ্জয় চক্রবর্ত্তী জানান, নিম্ন আয়ের মানুষ যাতে খাবার সংগ্রেহর জন্য ঝুঁকি নিয়ে ঘরের বাহির না আসে এজন্য তাঁদেরকে সবসময় সচেতন করে আসছি। বিশ্বব্যাপী এই দুর্যোগের সময় এলাকার আইনশৃঙ্খলা ও সচেতনতা কার্যক্রমের পাশাপাশি সাধ্যনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস চালিয়ে যাচ্ছি। যাদের ঘরে খাবার নেই খবর পেলেই পৌঁছে দিবো। তবুও যেনো সবাই নিরাপদে থাকেন এটাইপ্রত্যাশা।কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ মো. ইয়ারদৌস হাসান জানান, করোনা পরিস্থিতিতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের দুঃস্থ মানুষদের থানা পুলিশের পক্ষ থেকে এই সহায়তা করা হচ্ছে। তাছাড়া এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।