প্রেমর ফাঁদে স্কুলছাত্রীকে অপহরণ…আটক ১

প্রশান্তি ডেক্স॥ পিরোজপুরের কাউখালীতে এক স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের ঘটনায় অপহরণকারী শাহীন শেখ (২৫) কে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে দাশেরকাঠী গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। জানাযায়, উপজেলার গান্ডতা গ্রামের নাছির সরদারের কন্যা দশম শ্রেণির ছাত্রী (১৪) কে দাশেরকাঠী গ্রামের মোকলেছ শেখের পুত্র শাহীন শেখ প্রেমের ফাঁদে ফেলে তার বাড়ি থেকে গত রোববার (৩০ মার্চ) রাতে অপহরণ করে নিয়ে যায়। গত বৃহস্পতিবার অপহরণের অভিযোগে ওই ছাত্রীর পিতা নাছির উদ্দিন সরদার কাউখালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।পরে পুলিশ রাতে অভিযান চালিয়ে দাশেরকাঠী গ্রামের একটি বাড়ি থেকে অহরণকারী শাহীনকে আটক ও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গত শুক্রবার (৩ এপ্রিল) সকালে থানা পুলিশ আটক শাহীনকে কোর্টে এবং অপহৃত স্কুলছাত্রীর জবানবন্দী রেকডের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট পাঠানো হয়। কাউখালী থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে একটি মামলা রুজ করা হয়েছে। অপহরণকারী শহীনকে আটক ও স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। গত শুক্রবার সকালে আটক শাহীনকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.