প্রশান্তি ডেক্স॥ স্থানীয় প্রশাসনের কঠোর নির্দেশনার পরেও ফরিদপুরে থেমে নেই হাট-বাজারগুলো। জেলার শহর ও উপজেলার ছোট-বড় সাপ্তাহিক হাট-বাজারগুলো চলছে সমান তালে। ক্রেতা-বিক্রেতারা খুশি মতো বিচরণ করছেন বাজারগুলোতে। গত শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার কানাইপুর বাজারে গিয়ে দেখা যায়, বাজাগুলোতে শত শত মানুষ। সরকার বা স্থানীয় প্রশাসনের করোনা ভাইরাসের সতকর্তা জারির পরেও কেউ থেমে নেই। কানাউপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত বলেন, গ্রামে গ্রামে মাইকিং করেছি। পুলিশ প্রশাসন বিভিন্ন হাট-বাজারের মাইকিং করছে। কিভাবে নিয়ন্ত্রণ করব। প্রান্তিক চাষিরা কিছুদিন ঘরে থাকলেও জীবিকার তাগিদে তাদের উৎপাদিত পণ্য নিয়ে বাজারে ছুটে আসেন। কোতোয়ালি থানার ওসি মোরশেদ আলম জানান, পুলিশের পক্ষ থেকে প্রতিদিনই করোনার ভয়াবহতা বিষয়ে জনসাধারণকে অবহিত করা হচ্ছে। চলছে নিয়মিত মাইকিং। সবাই এগিয়ে না এলে শুধু পুলিশ বা আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে সমাধান সম্ভব নয়।