প্রশন্তি ডেক্স॥ বিপর্যয়ের মধ্যে মানুষকে বাঁচিয়ে রাখার চেয়ে বড় কোনও উন্নয়ন প্রকল্প হতে পারে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে সংগঠনের আতিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন।মান্না বলেন, করোনাভাইরাস প্রতিরোধে অপ্রতুল প্রস্তুতি আর ব্যবস্থাপনার অভাবে এক সঙ্কটময় অবস্থায় পড়েছে দেশ। এ অবস্থায় যেন দেশের নিম্ন আয়ের মানুষজনকে বাঁচিয়ে রাখা যায়, সে বিষয়টিকে প্রথমে গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, দিন আনে দিন খায় ৬ কোটির অধিক মানুষকে আগামী ৩ মাস বা ছয় মাস যেন খাওয়ানো যায়, সেজন্য যেকোনোভাবেই ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে বার্ষিক উন্নয়ন বাজেট থেকে ব্যয় কমিয়ে এক্ষেত্রে ব্যয় করতে হবে।