প্রশান্তি ডেক্স॥ ভেদাভেদ ভুলে সবাইকে ক্ষুধাকাতর মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পাটির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব) অলি আহমদ। গত বুধবার (১ এপ্রিল) এক বিবৃতিতে দেশবাসীর প্রতি তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, করোনাভাইরাস শ্রমজীবী ও গরিব-দুঃখী মানুষকে অসহায় অবস্থায় ঠেলে দিয়েছে। গরিব-দুঃখী-অভাবী মানুষের জন্য এ সংকটময় মুহূর্তে খেয়ে-পরে বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েছে। আসুন, মহাদুর্যোগের এই সময়ে ভেদাভেদ ভুলে ক্ষুধাকাতর মানুষের পাশে দাঁড়াই। যার যা আছে তা দিয়ে সহায়তার হাত বাড়াই।স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা পোশাক নিশ্চিত করাসহ জেলা উপজেলায় করোনাভাইরাস পরীক্ষার দাবি জানিয়ে কর্নেল অলি বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে প্রতিটি জেলা-উপজেলায় ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপত্তা পোশাক নিশ্চিত করা। ৬৪টি জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা তার পরীক্ষার ব্যবস্থা করা। না হলে চিকিৎসাসেবা ব্যাহত হবে।