শাকিব তুই চুপ কেন…প্রশ্ন ওমর সানির

প্রশান্তি ডেক্স॥ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কার্যত লকডাউন দেশে দিনমজুর মানুষ হয়েছেন কর্মহীন। ইতিমধ্যে অনেক শোবিজ তারকারাই নিজেদের জায়গা থেকে সাধারণ জনগণকে সচেতন করছেন। আবার অনেকেই রাস্তায় নেমে সাধারণ মানুষকে সাহায্য করেছেন। তবে দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান এ বিষয়ে নীরব দর্শক কেন? এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এবার ফেসবুকে চিত্রনায়ক ওমর সানি প্রশ্ন ছুড়লেনশাকিব তুই চুপ কেন ? সম্প্রতি ওমর সানি এক ভিডিওবার্তায় শাকিব প্রসঙ্গে বলেন, ‘শাকিব তুই বর্তমানে বাংলাদেশের সুপারস্টার। দেশের এই সময় তুই চুপ কেন? আল্লাহ তোকে সামর্থ্য দিয়েছেন ? আমাদের আয়ের থেকে অনেক বেশি আয় তোর এখন। তোর উচিত দেশের ওমর সানি আরো বলেন, ‘আমাদের এই সময় সবার উচিত নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা । মানুষের পাশে দাঁড়ানো। আমাদের চলচ্চিত্রের অনেকেই নানাভাবে দান করছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই। অনেকেই বলছেন, দানের ছবি ফেসবুকে প্রকাশ করা উচিত নয়। আমিও তাই মানি। তবে বিশ্বায়ণের এই যুগে কেউ একজনের দান দেখে অন্যজন এগিয়ে আসলে তাতে ক্ষতি কী ?’প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রের এক সময়ের সুপারস্টার ওমর সানির ফ্যান ক্লাবের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া ডিপজল, অনন্ত— জলিল, মিশা সওদাগর, জায়েদ খান, পপি, অপু বিশ্বাস, মিষ্টি জান্নাত, তানহা তাসনিয়া, আঁচল, রোমানা নীড়, বিপাশা কবির, জয় চৌধুরী, শিপন মিত্র, নাদিম, সানজু জনসহ অনেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.