এই জন্মদিনে শুভ হউক আগামীর পথচলা। দূর হউক সকল গ্লানী এবং ক্রোধ। ক্ষমায় পর্যবসিত হউক সকল আন্যায়কারীর জীবন। সুস্থ্য সবল ও রোগমুক্ত থেকে সেবার ব্রতী অব্যাহত রাখুন দেশের কল্যাণের তরে। সুস্থ্য হয়ে ফিরে আসুক ঘরে প্রিয় মা; আমাদের সকলের প্রীয় খালাম্মা (আশ্রয়ের স্থান)। মায়ের ছোয়ায় প্রতিদিনের কার্যসূচী শুরু হউক এবং সেবার পরিধির ব্যাপ্তী বৃদ্ধি পাক। পরিবারের শান্তি ফিরে আসুক এবং খালাম্মার উপস্থিতিতে পুরো পরিবার যেন এক বেহেস্তি বাগানে পরিণত হয়। জন্মদিনে আমার ফরিয়াদ খোদার দরবারে প্রীয় এই কাছের মানুষটির জন্য এবং পুরো পরিবার ও আত্মীয়দের জন্য। যারা সব সময় জনাব আনিছুল হক সাহেবকে আগলে রেখেছেন মাতৃস্নেহে এবং পৃত্ত্বি মমতায় ও শাসনে। বন্ধু ও আন্তীয়জনদের জীবনে আনন্দের বার্তা প্রতিনিয়ত অব্যাহত থাকুক এই আমার খোদায়ী আকাঙ্খা।
সদা হাস্যোজ্জ্বল এই সময়ের অন্যতম সেবা ও ন্যায়-পরায়নতার মানদন্ডে সমুজ্জ্বল মানুষটি আমাদের আপনজন এবং গর্বের আরেক দিগন্ত। এই নিরহংকার এবং নির্লোভ সেবাদানকারী আনিছুল হক এলাকাবাসী তথা দেশবাসীর সেবা করে আগামীর কঠিন সময়গুলো জয় করুক এমনকি জীবন শেষদিন পর্যন্ত এই সেবা কার্যক্রম অব্যাহত রাখুক। দীর্ঘজীবি হউন এবং আমৃত্যু আমাদেরকে তথা দেশকে ভালবেসে ইতিহাস সম্বৃদ্ধ করুন।
জয় হউক আমাদের আগামীর॥