৩ হাজার পরিবারকে খাবার-সুরক্ষা সামগ্রী দিলেন…ইশরাক

প্রশান্তি ডেক্স॥ প্রাণঘাতী করোনায় নাকাল দুস্থ ও অসহায় মানুষদের মাঝে নিয়মিত ত্রাণ সামগ্রী বিতরণের অংশ হিসেবে রাজধানীর তিনটি এলাকায় খাবার এবং সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে রাজধানীর টিপু সুলতান রোড এলাকায় ঘুরে ঘুরে সেখানকার অসহায় প্রায় এক হাজার ২০০ পরিবারের হাতে প্রয়োজনীয় খাবার ও সুরক্ষা সামগ্রী তুলে দেন। এরপর রাজধানীর বলধা গার্ডেন এলাকায় সুইপার কলোনিতে ওই এলাকার বিএনপির সভাপতি লিয়াকত আলিকে নিয়ে কলোনির প্রায় ৬৫০ পরিবারের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। সেখান থেকে যাত্রাবাড়ী এলাকার বিএনপির নেতা নবিউল্লাহ নবিকে নিয়ে সেই এলাকার কমপক্ষে দেড় হাজার দুস্থ পরিবাবের হাতে প্রয়োজনীয় খাবার ও সুরক্ষা সামগ্রী তুলে দেন ইশরাক।নগরীর প্রতিটি ওয়াডের দুস্থদের জন্য পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে এসময় ঘোষণা দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পাশাপাশি দুস্থ অসহায়দের সাহায্যে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.