ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি \ গত রোববার (১২ এপ্রিল) কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ৪টি গ্রামের দরিদ্র কর্মহীন ১০০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন জাহাঙ্গীর আলম ভুইয়া ও রুহুল আমিন ভুইয়া ফাউন্ডেশন। ত্রাণ বিতরণ কালে সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভুইয়া বকুল ও তার বড় ভাই ব্রাহ্মণবাড়িয়া শিল্প বলিক সমিতির সাবেক সভাপতি জাহাঙ্গির আলম ভুইয়া, কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, মূলগ্রাম আওয়ামী লীগ সভাপতি মো. শাহআলম উপস্থিত ছিলেন। প্রতিটি পরিবারে ১০ কেজি চাউল, ২ কেজি পেয়াজ, ২ কেজি আলু, ১কেজি লবন ও ১ টি করে সাবান বিতরণ করেন।