কিছুই আর আগের মতো থাকবে না…মেসি

প্রশান্তি ডেক্স ॥ কেমন হবে করোনাভাইরাস পরবর্তী জীবন? এ নিয়ে সংশয়ে সবাই। লিওনেল মেসি নিশ্চিত, কোভিড-১৯ পাল্টে দেবে অনেক কিছুই। সময়ের অন্যতম সেরা এই ফুটবলারের মতে, ফুটবল ও জীবন কোনোটাই আগের মতো চলবে না। ইউরোপে করোনার সংক্রমণ ধীরে ধীরে কমতে শুরু করেছে। ফলে এই মহাদেশের শীর্ষ ফুটবল লিগগুলোর অনেকগুলোও ধীরে ধীরে ফিরতে শুরু করেছে। কিন্তু যে মানুষগুলো করোনার বলি হয়েছে তাদের জন্য কোনো সান্ত¡না খুঁজে পাচ্ছেন না মেসি। এই ধাক্কা কাটিয়ে ওঠা কিছুতেই সহজ হবে না বলেই মনে করেন তিনি। মেসিকে এগিয়ে রাখলেন কাকাপ্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এখন পযন্ত কোভিড-১৯ রোগের ছোবলে প্রাণ হারিয়েছে ৩ লাখ ৭২ হাজারের বেশি মানুষ। আক্রান্ত ৬২ লাখের কাছাকাছি। স্প্যানিশ দৈনিক এল পাইসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি করোনাভাইরাস পরবর্তী সময় নিয়ে জানান নিজের ভাবনার কথা। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘যা কিছু হচ্ছে (করোনা মহামারি) তা শেষ হওয়ার পর বিশ্ব কেমন অবস্থায় থাকবে তা নিয়ে আমরা সবাই দ্বিধায় আছি। লকডাউনের পর এবং চমকে দেওয়া যে পরিস্থিতি আমরা পার করছি, যার কারণে বহু মানুষ কঠিন সময় পার করছে। তাদের সবাই এই পরিস্থিতির কারণে ক্ষতিগস্ত হয়েছেন। এটা এমনই যে, অনেকে তাদের আত্মীয়স্বজন এবং বন্ধু হারিয়েছেন, এমনকি তাদের বিদায়টাও জানাতে পারেননি।’ মেসি আরও বলেন, ‘এই কঠিন সময়ে অনেক কিছুই ছিল নেতিবাচক। কিন্তু সবচেয়ে কাছের ও ভালোবাসার মানুষকে হারাতে দেখাটা অবশ্যই আমাকে প্রচন্ড হতাশ করেছে এবং আমার মতে এটা অন্যায্য।’ আগামী ১২ জুন থেকে ফিরছে লা লিগা। কিন্তু মেসির মতে, খেলাধুলা আর আগের মতো থাকার কোনো সুযোগ নেই। বার্সা অধিনায়ক বলেন, ‘ফুটবল আর আগের মতো থাকবে না। কিন্তু শুধু ফুটবল নয়, আমি মনে করি জীবনও আর আগের মতো থাকবে না।’

Leave a Reply

Your email address will not be published.